ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

মৌলভীবাজারে মনু ও ধলই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৩, ৭ জুন ২০১৭ | আপডেট: ১৬:৫৬, ৭ জুন ২০১৭

মৌলভীবাজারে মনু ও ধলই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়া গ্রামগুলোর পানি নামতে শুরু করলেও এখনো পানিবন্দি রয়েছে অন্তত আট হাজার মানুষ। এদিকে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় সবচেয়ে ঝুঁকিতে রয়েছে মৌলভীবাজার শহর। শ্রীমঙ্গলে মাছের ঘের তলিয়ে ভেসে গেছে কোটি টাকার মাছ। 
আকস্মিক বন্যায় হাজার হাজার মানুষ এখনো পানিবন্দি। শেরপুরে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় শহরের পাকা রাস্তা ডুবে গেছে।

জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী, মৌলভীবাজারের ৭ উপজেলায় প্রায় ৮ হাজার মানুষ পনিবন্দি এবং ৩ হাজার একর জমি এখনো পনির নিচে। তলিয়ে যাওয়া এলাকার মানুষেররা অনেকেই আশ্রয় নিয়েছেন বাঁধে।

এরইমধ্যে ক্ষতিগ্রস্থদের মাঝে ৪০টন জিআর চাল ও নগদ দেড় লক্ষ টাকা বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
আর পানি নামলেই মনু, ধলই ও কুশিয়ারা নদীর ঝুঁকিপূর্ণ ৩৯টি পয়েন্টে বাঁধ মেরামতের কাজ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা।
এদিকে শ্রীমঙ্গলের হাইল হাওরে কয়েকশ মাছের ঘের ডুবে গিয়ে পানিতে ভেসে গেছে কোটি টাকার মাছ।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি