ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

দোহারে পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৯, ৭ মে ২০২১

চলমান বৈশিক অবস্থায় ঢাকার দোহার উপজেলার কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ঈদ উপহার হিসেবে প্রায় শতাধিক শ্রমিককে খাদ্য সামগ্রীর সাথে লুঙ্গি ও পাঞ্জাবি দেওয়া হয়। দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের ব্যক্তিগত অর্থায়নে এ সামগ্রী বিতরণ করা হয়।

জানা যায়, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি ফজলুল হক, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা সাজ্জাত হোসেন সুরুজ, পৌরসভা ২নং ওয়ার্ড কমিশনার মো. আলমাছ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, জয়পাড়া বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার মাঝি, জয়পাড়া পূর্ববাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদারসহ আরও অনেকে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি