ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বাগেরহাটে একদিনে সর্বোচ্চ আক্র্রান্ত ১৭৭, মৃত্যু ৫

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৯, ২৭ জুন ২০২১

Ekushey Television Ltd.

বাগেরহাটে করোনা মহামারি করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ১৭৭, মৃত্যু ৫। গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় ৪১৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এসময় করোনা আক্রান্ত পাঁচ রোগী মারা গেছেন। এর আগে বাগেরহাটবাসী একদিনে এত মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দেখেনি। এই নিয়ে বাগেরহাটে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৯ জন।

এ পর্যন্ত বাগেরহাটে মোট মারা গেছেন ৭৯ জন। আক্রান্তদের মধ্যে ২ হাজার ১৯৯ জন সুস্থ হয়েছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৮৬০ জন। 

রোববার (২৭ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।

আক্রান্তের সংখ্যার দিক দিয়ে সবার উপরে রয়েছে বাগেরহাট সদর উপজেলা। এই উপজেলায় ২১২ জনের নমুনা পরীক্ষায় ১১১ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এরপরেই রয়েছে ফকিরহাট। এই উপজেলায় ৫০ জনের নমুনায় ১৯ জন শনাক্ত হয়েছে।

এছাড়া মোংলায় ১৪, কচুয়ায় ১, মোল্লাহাটে ১০, শরণখোলায় ৭ এবং মোরেলগঞ্জে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে মোংলা ও রামপাল উপজেলায় একজন করে এবং বাগেরহাট সদর উপজেলায় তিনজন রয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, গতকাল শনাক্তের হার কম ছিল। কিন্তু গেল ২৪ ঘন্টায় মৃত্যু ও শনাক্তের হার দুটোই বেড়েছে। ৪১৩ জনের নমুনা পরীক্ষায় ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই হিসেবে শনাক্তের হার প্রায় ৪৩ শতাংশ। মৃত্যু হয়েছে পাঁচজনের।

তিনি আরও বলেন, এত শনাক্ত ও মৃত্যুর পরে মানুষ তেমন সচেতন হচ্ছে না। তারপরও আমরা চেষ্টা করছি মানুষের স্বাস্থ্য বিধি নিশ্চিত করার। এজন্য মাইকিং, মাস্ক বিতরণ, ভ্রাম্যমান আদালত ও পুলিশের তৎপরতা রয়েছে।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি