ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত : ১৭:০৬, ৬ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

করোনা মহামারীতে সাধারন মানুষের মধ্যে ন্যয্যমূল্যে পন্য সরবরাহের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে। করোনায় নিন্ম আয়ের মানুষের দুর্দশার কথা বিবেচনা করে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে টিসিবির মাধ্যমে এ বিপনন কার্যক্রম শুরু করা হয়। 

এ সব পণ্যের মধ্যে রয়েছে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল। প্রতিকেজি চিনি ৫৫ টাকায় , ডাল ৫৫ টাকায় এবং সয়াবিন তেল  লিটার প্রতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। জেলা সদরের  নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় , টেংকের পাড় , ও বঙ্গবন্ধু স্কয়ারের মুক্ত মঞ্চে  ৩টি স্থানে সাধারণ মানুষ লাইনে দাড়িয়ে ন্যায্যমূলের এসব পন্য সংগ্রহ করছে। 

এসব পন্য সংগ্রহ করতে সকাল থেকেই প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ ভীর করছেন। টিসিবির ট্রাকসেল কার্যক্রমে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ইমামা বাড়ীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি