ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

রাষ্ট্রীয় মার্যাদায় দাফন সম্পন্ন বীর মুক্তিযোদ্ধা হোসেন আলীর 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৫৫, ৭ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ওরফে সানাউল্লাহ বার্ধক্য জনিত অসুস্থতায় বুধবার ভোরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে----- রাজিউন)। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর এবং স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুপুরে মরহুমের বাসার সামনে শিশুপার্ক মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক রামকৃষ্ণ বর্ম্মনের নেতৃত্বে সদর থানার একদল চৌকস পুলিশ বাহিনী তাকে গার্ড অব অনার প্রদান করে। 

পরে শহরের মুন্সিপাড়া গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ দাফন সম্পন্ন করা হয়। এসময় সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডারগণসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও আত্মীয়-স্বজন পাড়াপ্রতিবেশি- শুভাকাঙ্খিগণ উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি