ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

স্বাস্থ্যঝুঁকি নিয়ে ঠাকুরগাঁও থেকে ঢাকা ফিরছেন গার্মেন্টসকর্মীরা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৭, ১ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

জীবিকার তাগিদে স্বাস্থ্য ঝুঁকি নিয়েই ঢাকায় ফিরছেন ঠাকুরগাঁওয়ের কর্মীরা। রবিবার থেকে গার্মেন্টসসহ সকল শিল্প কারখানা খোলার খবরে গেল কোরবানি ঈদে বাড়ীতে আসা কর্মজীবি মানুষেরা ঢাকার ফিরতে শুরু করেছে। গণপরিবহন চলাচল না করায় শনিবার সকালে থেকেই ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড থেকে বৃষ্টি উপেক্ষা পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকায় দিকে ছুটছে কর্মজীবি মানুষেরা।

গার্মেন্টেসকর্মী শাহানাজ বেগমসহ অনেকেই অভিযোগ করে বলেন, “ঈদের আগে গাড়ি চলতে দিলেও ঈদের পর গণপরিবহণ বন্ধ করে দেওয়া হয়। এখন গার্মেন্টস খুলে দেওয়া হলেও গণপরিবহণ চালু না হয়নি। এদিকে ঈদে বাড়িতে এসে অনেকেরই হাতের সব টাকা শেষ হয়ে গেছে, ট্রাকে যেতে অনেক বেশি টাকা খরচ হচ্ছে। যে কয়টা টাকা আছে তা রাস্তাতেই শেষ হয়ে যাবে। ঢাকা গিয়ে খাবো কি আমরা। এদিকে কোথাও মানা হচ্ছে না নূন্যতম স্বাস্থ্যবিধি। এতে করোনার সংক্রমণ আরো বাড়তে পারে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ঠাকুরগাঁও বাসষ্ট্যান্ড এলাকায় গার্মেন্টস শ্রমিক হাসিনুর রহমান জানান, রবিবার থেকে গার্মেন্টস খুলবে। কোন বাস চলাচল না করায় বাধ্য হয়ে ট্রাকে করে ঢাকা যাচ্ছি। আমরা গরিব মানুষ যদি দ্রুত গার্মেন্টসে না পৌঁছাই তাহলে চাকরি চলে যাবে, তখন কি হবে? 

নারায়গণগঞ্জের ফতুল্লার পোশাক কারখানায় চাকরি করেন ঠাকুরগাঁওয়ের সিরাজুল মিয়া। তিনি বলেন, গার্মেন্টস থেকে বারবার ফোন দিচ্ছে না গেলে চাকরি থাকবে না। তাই বাধ্য হয়ে ছয়শ’ টাকার ভাড়া পনেরশ’ টাকা দিয়ে ট্রাকে করে ঢাকায় যাচ্ছি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, পণ্যবাহী ট্রাকে যাত্রী বহন করায় পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি। কোন পণ্যবাহী ট্রাকে যেন মানুষ না যায়।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি