ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ধামইরহাটে শোকের মাসের প্রথম প্রহরে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জলন 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২০:০১, ১ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

নওগাঁর ধামইরহাটে শোকের মাসে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জলন করে পৌর ছাত্রলীগ। ১৫ আগস্টকে সামনে রেখে মাসব্যাপী শোকের মাস হিসেবে শোক কর্মসূচির অংশ হিসেবে এই মোমবাতি প্রজ্জলন করা হয়। 

এ উপলক্ষে শোকের প্রথম প্রহর রোববার রাত ১২টার ০১ মিনিটে ধামইরহাট পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম ও সাধারণ সম্পাদক সম্পাদক আনন্দ কুমার শীলের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি কাশ্মির আহমেদ, সহ-সভাপতি নুর আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হোসেন পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, দপ্তর সম্পাদক ফুয়াদ রেজাসহ পৌর ছাত্রলীগের নেত্রীবৃন্দ। 

তারা বলেন, ১৫ আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য এবং নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো এবং বিদেহী আত্মার শান্তি কামনায় এই আয়োজন করা হয়েছে। এছাড়াও সকল স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি