ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

পদ্মায় ২৪ ঘন্টায় ১৫ সে.মি পানি বৃদ্ধি 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০২, ৬ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

রাজবাড়ীর পদ্মায় গত ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি পেয়েছে। পদ্মার পানি দৌলতদিয়া গেজ ষ্টেশন পয়েন্টে গত ২৪ ঘন্টায় ১৫ সে.মি পানি বৃদ্ধি পেয়ে ৭.৯০ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ফের নিন্মাঞ্চলের মানুষ আতঙ্কে রয়েছেন। বন্যার আশঙ্কা করছেন তারা।
 
দৌলতদিয়ার লঞ্চঘাট এলাকা ও কালুখালীর নিচু অঞ্চলগুলো পানি প্রবেশের কারণে রাস্তাঘাট তলিয়ে মানুষ নৌকায় আসা যাওয়া করতে হচ্ছে। নতুন নতুন ফসলি জমিতে পানি আসায় তাদের ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পানিবাহিত নানা রোগ দেখা দিয়েছে। এসব অঞ্চলে দেখা দিয়েছে সাপের উপদ্রব।

কৃষি জমি তলিয়ে গো খাদ্যের সংকটে পরেছেন অত্র অঞ্চলের জনসাধারণ। এতে বেশি দামে বিভিন্ন স্থান থেকে গো খাদ্য সরবরাহ করতে হচ্ছে নিচু এলাকার বাসিন্দাদের। বাড়ির চারপাশে পানিতে তলিয়ে যাওয়ায় নৌকা এখন তাদের প্রধান বাহন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি