ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫

খুলনার বড় বাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ৫ অক্টোবর ২০২২ | আপডেট: ১৪:৫৩, ৫ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

খুলনার বড় বাজার জুতাপট্টি ঘাট সংলগ্ন দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (০৫ অক্টোবর) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট এবং স্থানীয়রা কাজ করছেন।

স্থানীয়রা জানান, দুপুরে আগুন লাগার খবর পেয়ে ফায়র সার্ভিসের ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণ করতে আসে। 

তারা আরও জানান, বুধবার ১টার দিকে বড়বাজার জুতাপট্টি ঘাটের পাশে একটি দোকানে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে যায়। এতে অ্যালুমিনিয়ামের দোকানসহ ৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছে। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি