ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫

খুলনার বড় বাজারের আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ৫ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

পৌনে ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে খুলনার বৃহত্তম পাইকারি বাজারের আগুন।

খুলনা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বড় বাজারে দুপুর ১টার দিকে আগুন লাগে। বেলা পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এখন ডাম্পিংয়ের কাজ চলছে বলেও জানা গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়ন।

বাজারের ভৈরব স্ট্যান্ড রোডের একটি দোকান থেকে দুপুরে আগুনের সূত্রপাত হয়। পরে এ আগুন পাশের অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

বাহিনীর নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, খুলনার বিভিন্ন স্টেশন থেকে ৮টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি