ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫

মা-বাবার সঙ্গে সুইমিংপুলে নেমে শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০০:০০, ৮ অক্টোবর ২০২২ | আপডেট: ০০:০২, ৮ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়ার ইনানী সুইমিংপুলের পানিতে ডুবে মারিয়া চৌধুরী (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মারিয়া চৌধুরী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর এলাকার মুজিবুর রহমানের মেয়ে। 

শুক্রবার বিকালে কক্সবাজারে উখিয়ার ইনানী সী পার্ল রিসোর্টের সুইমিংপুলে এ দুর্ঘটনা ঘটে।

সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, চট্টগ্রামে রাঙ্গুনিয়া থেকে মুজিবুর রহমান দম্পতি স্বপরিবারে কক্সবাজারে ইনানীতে বেড়াতে আসেন। পরে তারকামানের হোটেল ইনানী সী পার্ল রিসোর্টের সুইমিংপুলে মা বাবা-সহ গোসল করতে নামেন। এক পর্যায়ে সবার অগোচরে শিশুটি পানিতে ডুবে যায়। এসময় তাকে দ্রুত কক্সবাজার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎকরা মৃত ঘোষণা করেছে বলে জেনেছি।

কক্সবাজার জেলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এস আই মো. রিপন জানান, আজ শুক্রবার সন্ধ্যায় ইনানী থেকে এক শিশুকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি হাসপাতালে মর্গে রয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি