ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫

সীমান্তবাসীকে শূন্য রেখা অতিক্রম না করার নির্দেশ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪১, ১০ অক্টোবর ২০২২ | আপডেট: ১৫:৪৮, ১০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজারের সীমান্তবর্তী বাসিন্দাদের শূন্য রেখা অতিক্রম না করার নির্দেশ দিয়েছে বিজিবি। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী ওপারে মাইন পুঁতে রাখার বিষয়ে আমরা স্থানীয় লোকজন নিয়ে মিটিং করেছি এবং তাদেরকে নির্দেশনা দিয়েছি যেন কেউ শূন্য রেখা অতিক্রম করে কাঁটাতারের ওপারে না যায়। 

সোমবার বেলা দুইটার দিকে বাংলাদেশ-মিয়ানমার তুমব্রু সীমান্ত পরিদর্শন শেষে ঘুমধুমের রেজুপাড়ার বিজিবির চৌকিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজিবির ডিজি এসব কথা বলেন। 

রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে পাহারা জোরদার করা হয়েছে উল্লেখ করে বিজিবির মহাপরিচালক বলেন, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে আমরা নজরদারি বাড়িয়েছে। মিয়ানমারের বিজিপির সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। তবুও সীমান্তে একটা গুলির শব্দ হলেও আমরা প্রতিবাদ লিপি পাঠাই। 

বিজিবির ডিজি আরও বলেন, মিয়ানমার সীমান্তে সাময়িক কিছু সমস্যা হয়েছে। এতে দুই দেশের সীমান্তরক্ষীদের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। 

সীমান্তে আগের তুলনায় বিজিবির জনবল বৃদ্ধি করে পাহারা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। 

এদিকে গত আগস্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেড় মাসের বেশি সময় থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তুমব্রু এলাকার ওপারে মর্টারশেল-গোলাগুলি চলছে। ফলে এপারের সীমান্তের বসবাসকারী ১৫ হাজার মানুষ আতঙ্কে।  

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি