ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫

‘সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৮, ১০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবিলায় বাংলাদেশের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। 

চট্টগ্রামে ৪৭০ শয্যার বেসরকারি হাসপাতাল এভারকেয়ারের উদ্বোধনকালে সারা পৃথিবীর তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক ভালো বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা মোকাবিলায় বাংলাদেশ এখন রোলমডেল। আমেরিকাসহ অন্য দেশের বাংলাদেশ থেকে শেখার আছেও বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও ছিলেন এভারকেয়ারের বোর্ড অব ডিরেক্টরের চেয়ারম্যান মেথু হোবার্ট দা রাইস, সিইও ম্যাসিমিলিয়ানো কোলেলাসহ বিশেষজ্ঞ চিকিৎসকেরা। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি