ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪

পিকআপে ধাক্কা মেরে মোটরসাইকেল চালক নিহত, আহত ২

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১১, ১৩ অক্টোবর ২০২২

নিহতের লাশ দেখতে স্থানীয়দের ভিড়

নিহতের লাশ দেখতে স্থানীয়দের ভিড়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদীতে একটি পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা মেরে রাব্বি (১৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন দুই আরোহী। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে বারাদী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাব্বি সদর উপজেলার রাজনগর গ্রামের আজিবর হোসেনের ছেলে। 

আহতরা হলেন- মোটরসাইকেল আরোহী একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে মো. রানা (১৭) ও আনোয়ারুল ইসলামের ছেলে আলী হোসেন (১৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে বারাদী পল্লী বিদ্যুতের সাবস্টেশনের উদ্দেশ্যে একটি পিকআপ ভ্যান রওনা দেয়। পিকআপ ভ্যানটি পল্লী বিদ্যুতের সাবস্টেশনের সামনে পৌঁছালে পিছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালকসহ তিনজনই ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাব্বি নিহত হন। অপর দুজনকে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেই জানান তিনি। 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি