ঢাকা, বুধবার   ০৬ ডিসেম্বর ২০২৩

রাজবাড়ীতে জেকে বসেছে শীত, নিম্নআয়ের মানুষের দুর্ভোগ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ৯ জানুয়ারি ২০২৩

পৌষের শুরুতে শীতের প্রকোপ দেখা দেয় রাজবাড়ীতে। আর পৌষের শেষের দিকে শীতের তাণ্ডবে  নিম্নআয়ের মানুষেরা পড়েছেন দুর্ভোগে। 

কয়েকদিন ধরে ঘন কুয়াশার সাথে সূর্যের দেখা পাওয়া যাচ্ছেনা। দিনের বেশির ভাগ সময় কুয়াশায় ঢেকে থাকছে। হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহনগুলোকে। 

কাজ করতে না পারায় কর্মজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে। প্রচণ্ড শীত ও কুয়াশায় কোন কাজ করতে পারছেন না তারা। আয় না থাকায় কষ্টে চলছে তাদের পরিবার।

গত এক সপ্তাহ ধরে শীত ও ঠাণ্ডায় বসে বসে সময় কাটাতে হচ্ছে এসব নিম্নআয়ের মানুষের। কাজের সন্ধানে বের হলেও কাজ পাচ্ছেন না তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি