দেশে প্রথম শুরু হয়েছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় স্কাউট জাম্বুরি
প্রকাশিত : ১০:৫৫, ২১ জানুয়ারি ২০২৩

দেশী-বিদেশি স্কাউটদের অংশগ্রহণে গাজীপুরের মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে ৯ দিন ব্যাপী ৩২তম এশিয়া প্যাসিফিক ও ১১তম জাতীয় স্কাউট জাম্বুরি। ‘পৃথিবীকে সুন্দর করে গড়বার’ এ প্রত্যয়ে মুক্তাঙ্গনে এসে নিজেদের মানিয়ে নেবার প্রয়াস পাচ্ছে স্কাউটিং-এ অংশগ্রহণকারীরা।
১১ হাজার স্কাউটের অংশগ্রহণে ‘সাবাস—শক্তির ফোয়ারা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের জাম্বুরি অনুষ্ঠিত হচ্ছে। দেশ-বিদেশের শিক্ষার্থীরা অরণ্যে এসে তাঁবু বাস করছেন। লাঠিসোটা, বাঁশ, রশি দিয়ে বানাচ্ছে বিভিন্ন গেজেট। নিজেদের রান্নাবান্নার কাজটিও এখন তাদেরকেই সামলাতে হচ্ছে।
বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলভুক্ত দেশ থেকে ৮ হাজার স্কাউট সদস্য, ১ হাজার ইউনিট লিডার ও ২ হাজার সার্ভিস মেম্বার সদস্যসহ প্রায় ১১ হাজার জন স্কাউট ব্যক্তিত্ব এই ক্যাম্পে অংশগ্রহণ করছেন।
পুরো স্কাউট জাম্বুরিকে মোট ৪টি ভিলেজে ভাগ করা হয়েছে এবং প্রতিটি ভিলেজে দুটি করে মোট ৮টি সাব ক্যাম্পে বিভক্ত করা হয়েছে। নয়দিন ব্যাপী এ ক্যাম্পে স্কাউটদের জন্য থাকছে অ্যারোবিক্স ও শরীরচর্চা, অবস্ট্যাকল, তাঁবুকলা, ফান ফ্যাক্টরি, নাইট হাইকিং, ক্যাম্প ফায়ার, খেলাধুলা, ফোক ফেস্টিভাল ও মেধা যাচাইসহ নানা চ্যালেঞ্জ।
এসব চ্যালেঞ্জে অংশগ্রহণ করে স্কাউটরা তাদের মেধা, শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, বিভিন্ন চ্যালেঞ্জ বিকাশে কাজ করছে বলে জানিয়েছেন স্কাউট প্রশিক্ষকরা।
স্কাউটদের নিয়ে প্রকৃতির মাঝে শিক্ষা প্রদান করা প্রচলিত শিক্ষার পাশাপাশি সফল একটি কাজ হবে বলে জানান তারা।
২৬ জানুয়ারি মহাতাঁবু জলসার মাধ্যমে এবারের জাম্বুরি শেষ হবে।
এসএ/
আরও পড়ুন