ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

শেখ আজিজুল হত‌্যায় ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

খুলনার খা‌লিশপুর থানা এলাকার শেখ আজিজুল ইসলাম হত‌্যার দা‌য়ে ৬ জন‌কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জ‌রিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় আসা‌মিরা আদালতে উপ‌স্থিত ছিলেন। 

রায়ের বিষয়‌টি নি‌শ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ।

আসা‌মিরা হলেন শেখ ম‌শিউর ওর‌ফে ম‌শি, মোঃ আসলাম হো‌সেন লিটন, মোঃ সুইট, আশ্রাফুল ওররফে গাজা আশ্রাব, মোঃ স‌হিদ ও মোঃ মিন্টু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে আজিজুল ইসলামকে খালিশপুর নয়াবটিস্থ তৈয়েবের মোড়ে একা পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে উল্লিখিত আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। 

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে পরের দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই শেখ জালাল উদ্দিন রাজু বাদী হয়ে থানায় আসামিদের নাম উল্লেখ করে মামলা দায়ের করে, মামলা নং ৪।

২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা এসআই আ. রহমান ৬ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি