ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

নানা আয়োজনে পটুয়াখালীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৪, ৭ মার্চ ২০২৩

নানা আয়োজনে পটুয়াখালীতে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস। 

দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম।

এছাড়া পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ভিপি আব্দুল মান্নানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। 

পরে ডিসি স্কয়ারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এর আগে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি