ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে নিজ ঘর থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৭, ৭ মে ২০২৩

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নে নিজ ঘর থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে ৮নং ওয়ার্ডের চকতৈল (পূর্বপাড়া) গ্রামে মা এবং ২ ছেলের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসি জানান, ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় মায়ের লাশ ও শিশু ছেলেদের লাশ বিছানায় পড়ে ছিল। পরে তারা পুলিশে খবর দেয়। এঘটনার পর স্বামী শাহেদ পলাতক আছে।

নিহতরা হলেন মা মুনিরা (২৫), বড় ছেলে মুশফিক (৫) এবং ছোট ছেলে মাশরাফি (২)।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুই সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করে থাকতে পারেন। 

এদিকে এলাকাবাসি বলছে, স্বামী শাহেদ তার স্ত্রী এবং ছেলেদের হত্যা করে পালিয়ে গেছে। শাহেদের বাবা এলাকার সাবেক মেম্বার মোঃ ফজলু মিয়া। শাহেদ একজন মাদকসেবী।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি