ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

শার্শায় আমের ট্রাকে চাঁদাবাজি, যুবক গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৪০, ২ জুন ২০২৩

যশোর-সাতক্ষীরা মহাসড়কের যশোরের শার্শার বৃহৎ আমের বাজার বাগুড়ী বেলতলা বাজারের আমের ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় নাঈম হোসেন (২৬) নামে এক চাঁদাবাজকে হাতে নাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মুল হোতারা রয়ে গেছে ধারাছোঁয়ার বাহিরে। গ্রেপ্তারকৃত নাইম কলারোয়া উপজেলার গোলচাতর এলাকার সাইফুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১ জুন) রাত ৯টার সময় উপজেলার বাগুড়ী বেলতলা আমের বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চাঁদাবাজির বিভিন্ন রশিদ আদায় করেছে পুলিশ। 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিনিয়ত এক শ্রেণির চাঁদাবাজরা শ্রমিক ইউনিয়নের রশিদ দিয়ে একটি মহলের সহযোগিতায় আমের ট্রাক প্রতি এক হাজার টাকা আদায় করছে। কোন ট্রাক চালক বা আমের ব্যাপারীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধোরও করা হয়। এই টাকা বিভিন্ন মহলে ভাগাভাগি হয়ে থাকে বলে ওখানকার কয়েকজন আম ব্যবসায়ী জানান।

তারা আরো জানান, বাগআঁচড়া মটর শ্রমিক ইউনিয়নের নামে তিন বছর যাবত চাঁদা আদায় করছে নাঈমসহ বেশ কয়েকজন ব্যক্তি। তাদের মধ্যে অন্যতম মনিরুল ইসলাম ও আমির হোসেন। যারা রয়েছে কখনো ধরাছোঁয়ার বাহিরে। এদিকে চাঁদা আদায়কারীদের একজন গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আড়ৎদারসহ ট্রাক চালকরা সন্তোষ প্রকাশ করেছেন। তবে তারা মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান, বাগুড়ী বেলতলা আমের বাজারে অভিযান চালিয়ে চাঁদা আদায়ের রশিদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আসামী নাইমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 

যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, আম বাজারে চাঁদাবাজির সাথে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। অন্য যাদের নাম আসছে তাদেরকেও আটক করা হবে। 
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি