ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

মিরসরাইয়ে ছাত্রদল নেত্রীর উপর হামলা, আহত ৪

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৬, ৩০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামের মিরসরাইয়ে নাদিয়া নুসরাত (২২) নামে এক ছাত্রদল নেত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে উপজেলার মিঠানালা ইউনিয়নের হাদিমুছা এলাকায় এ হামলার ঘটনার ঘটে। 

আহতরা হলেন- রাহাত (২৭), লাভলু (২৩) ও রোকেয়া তাহমিনা (৪৮)।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নাদিয়া নুসরাতের মাথায় জখম হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত জানান, আমার মাকে গালাগাল করার বিষয়ে জিজ্ঞেস করতে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসী তামিম, হকসাব, জামশেদ অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের কোপে আমার মাথায় ৮টি সেলাই দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমি ভর্তি হয়েছি। 

হামলার সময় তার ভাই রাহাত ও লাভলুও গুরুতর আহত হয় বলে জানান তিনি।

হামলার বিষয়ে অভিযুক্ত তামিম বলেন, নাদিয়া নুসরাতের নেতৃত্বে আমার মায়ের উপর প্রথমে হামলা হয়েছে। আমার মায়ের (রোকেয়া তাহমিনা) মাথায়ও ৮টি সেলাই দেওয়া হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মো. জোবায়ের হোসেন তারেক জানান, মঙ্গলবার বিকালে আহত নাদিয়া নুসরাত সহ কয়েকজন হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নাদিয়া নুসরাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, হামলার ঘটনায় নাদিয়া নুসরাতের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তিনি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে গেছেন। আমরা ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। দুই পক্ষের কয়েকজন আহত হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি