ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৫, ২ মে ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। তার শরীরের দুটি গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনে ঘটনা ঘটে। 

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসেছিলাম। পাগলা বাজারের আবসার করিম প্লাজারের মালিক নান্টু সাহেব ঘুরে ঘুরে ফল কিনছিলেন। কেনাকাটা শেষে গাড়িতে উঠার সময় তাকে লক্ষ্য করে দুই যুবক এলোপাথারী গুলি চালায়। গুলির সময় নান্টু গাড়িতে উঠে পড়েন। পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লার দিকে চলে যান। 

ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাঁচ পরে থাকতে দেখা যায়। এ ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, গুলির ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। ব্যবসায়ী নান্টু গুলিবিদ্ধ হয়েছেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি তার শরীরের দুটি গুলি লেগেছে। তবে শরীরের কোথায় গুলিবিদ্ধ হয়েছে সেটি জানা যায়নি। 

ঘটনার পর তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি