ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আওয়ামী লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৮, ১৩ মে ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রাম উত্তরজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী, সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র সাবেক সদস্য অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আরিফুর রহমান। 

তিনি বলেন, সোমবার দিবাগত রাত ১টার দিকে নগরীর বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকার একটি বাসা থেকে জিনাত সোহানাকে গ্রেফতার করা হয়। 

জিনাত সোহানার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

তথ্য অনুযায়ী, জিনাত চট্টগ্রাম চেম্বার ও উইমেনস চেম্বারের সাবেক সদস্য ও ফারমিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে বিজিএমইএ’র সদস্য ছিলেন। 

জিনাত সোহানার স্বামী মোহাম্মদ ইমরান বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি ও অতীতে সাধারণ সম্পাদক ছিলেন। ইমরান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

পুলিশ জানিয়েছে, গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় জিনাত সোহানা এজাহারভুক্ত আসামি। মামলাটি কোতোয়ালী থানায় দায়ের করেন ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ চৌধুরী। 

এতে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও ইসকন নেতাদের নাম উল্লেখ করে মোট ২৯ জনকে আসামি করা হয়। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকেও অভিযুক্ত করা হয়েছে।

উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক কাউন্সিলর জহর লাল হাজারী, শৈবাল দাশ সুমন, ইসকন নেতা প্রবীর চন্দ্র পাল, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী শুভ কান্তি দাস ও চট্টগ্রাম অ্যাডভোকেটস ক্লার্ক অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক রিপন কান্তি নাথ প্রমুখ।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, মামলার প্রেক্ষিতে রাতেই জিনাত সোহানাকে বায়েজীদ থানা থেকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি