খাগড়াছড়ি ও কমলগঞ্জে ৪০ জনকে পুশইন করেছে বিএসএফ
প্রকাশিত : ১৭:১২, ২৬ মে ২০২৫

বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশের সীমানায় মানুষজন ঠেলে দিচ্ছে ভারত। আজ খাগড়াছড়ি ও কমলগঞ্জ সীমান্ত দিয়ে ৪০ জনকে পুশইন করেছে বিএসএফ।
সোমবার (২৬ মে) ভোরের দিকে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, ভোরে তাদেরকে ফেনী নদী দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ। আসালং রোড এলাকায় সীমান্ত পাড়ি দিয়ে আসার সময় তাদেরকে আটক করে বিজিবি টহল টিম।
এদের মধ্যে ৭ জন পুরুষ, ৭ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।
যামিনীপাড়া ব্যাটালিয়নের টহল কমান্ডার হাবিলদার এজাজুলের নেতৃত্বের টহল টিম তাদেরকে আটক করে। আটকদের আসালং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।
জানা গেছে, তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তারা কাজের সন্ধানে ভারতের হরিয়ানা গিয়েছিল। এ নিয়ে চলতি মাসে তিনদফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ১০৪ জনকে পাঠিয়েছে বিএসএফ।
এদিকে, মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে আরো ২১ জনকে পুশইন করেছে বিএসএফ। সোমবার ভোরে কুরমা চা বাগান সংলগ্ন মতেরবল সীমান্ত দিয়ে তাদের পুশইন করলে তারা বিজিবির হাতে আটক হয়।
আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ৬ জন মহিলা ও ৮ জন শিশু রয়েছে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে কমলগঞ্জ থানায হস্তান্তর করা হবে বলে জানান, শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।
এএইচ
আরও পড়ুন