ঢাকা, রবিবার   ২৬ অক্টোবর ২০২৫

২২ দিন পর নদীতে জেলেরা, কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১১:০৬, ২৬ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

২২ দিনের অভিযান শেষে শনিবার মধ্যরাত থেকে নদীতে মাছ ধরা শুরু হয়েছে। তবে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশার কথা জানিয়েছেন জেলেরা।

রোববার সকালে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা যায়, জেলেরা ট্রলার যোগে মাছ নিয়ে ঘাটে আসছে।

জেলেরা জানান, নদীতে মাছ তেমন একটা পাওয়া যাচ্ছে না, যা পাওয়া যাচ্ছে তা দিয়ে তাদের খরচ উঠে আসছে না। এতে হতাশার কথা জানান।

আরতদাররা বলছেন, ঘাটে যাই মাছ আসছে বেশিরভাগ ছোট। কেজিতে ৪/৫টি ইলিশ। দাম ৫/৬শ’ টাকা কেজি। আজ ঘাটে ৭০/৮০ মণ ইলিশ আমদানি হয়েছে বলে জানান আড়ৎ ব্যবসায়ীরা।

কুয়াকাটা প্রতিনিধি জানান, নিষেধাজ্ঞা শেষে গতকাল মধ্যরাতে গভীর সাগরে মাছ শিকারে যাওয়া বেশিরভাগ জেলে এখনও ঘাটে ফেরেনি। তবে নদী ও সাগর মোহনায় কিছু সংখ্যাক মাছ শিকারী জেলে ফিরেছেন কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে। তাই দীর্ঘ ২২ দিন পর রোববার সকাল থেকে জেলে এবং ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুর। 

তবে চাহিদা তুলনায় মাছের পরিমাণ কম হওয়ায় অনেকটা চড়া দামে বিক্রি হচ্ছে এসব ইলিশ। বাজারে বড় সাইজের ইলিশের সংখ্যাও অনেক কম। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২২০০ টাকা কেজি দরে, ৮শ’ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজি দরে এবং জাটকা সাইজের ইলিশ ৪৫০ থেকে ৫শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

তবে ৩ থেকে ৪ দিন পর গভীর সাগর থেকে জেলেরা ফিরলে ইলিশের সরবরাহ কিছুটা বাড়তে পারে এবং দামও কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি