ঢাকা, রবিবার   ০৭ ডিসেম্বর ২০২৫

নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৪, ৭ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

রংপুরের তারাগজ্ঞ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মন (৮০) ও তার স্ত্রী সুবর্না রানী (৬৫)কে জবাই করে নৃশংসভাবে হত্যা করেছে দুবৃর্ত্তরা। 

আজ রোববার বেলা ১১টায় পুলিশ তাদের জবাই করা লাশ উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগজ্ঞ থানার ওসি ফারুখ আহাম্মেদ। 

পুলিশ জানায়, নিহত মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মন ও তার স্ত্রী সুবর্না রানীকে শনিবার রাতের যে কোন সময় দুবৃর্ত্তরা ঘরে ঢুকে দুজনকেই জবাই করে হত্যা করেছে। সকাল হলেও বাড়ি থেকে কোন সাড়া শব্দ না পেয়ে এলাকাবাসি দেয়াল টপকে বাসায় ঢুকে তাদের লাশ দেখতে পায়। এরপর ঘটনাটি জানাজানি হলে আশে পার্শ্বের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। 

খবর পেয়ে তারাগজ্ঞ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।
 
স্বজনরা জানান, নিহত মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মন স্থানীয় চাকলা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও ছিলেন। কিন্তু কারা কি কারণে তাদের হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

নিহতদের দুই ছেলে, একজন র‌্যাবে ও একজন পুলিশে চাকরি করেন। 

তারাগজ্ঞ থানার ওসি ফারুখ আহাম্মেদ দুই জনকে জবাই করে হত্যার কথা স্বীকার করলেও বিস্তারিত জানাতে পারেননি। এদিকে খবর পেয়ে সিআইডি পুলিশের ক্রাইম সিন র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি