ঢাকা, সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫

কবর থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ৭ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

৯৯৯ নম্বরে ফোনকলে কবর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। কবরস্থান পরিষ্কার করতে গিয়ে একটি ভাঙ্গা কবরে বেশকিছু আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে একজন ৯৯৯ নম্বরে ফোন করেন।

আজ রোববার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এ কথা জানান।

তিনি বলেন, আজ সকাল সাড়ে দশটায় কবরস্থান পরিষ্কার করতে গিয়ে একটি ভাঙ্গা কবরে বেশকিছু আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে একজন কলার নোয়াখালীর বেগমগঞ্জ থানার জগদীশপুর থেকে আমাদেরকে জানান। 

তাৎক্ষণিকভাবে বেগমগঞ্জ থানাকে দ্রুত এই অস্ত্র উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জানানো হয়। 

সংবাদ পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে, ওই ভাঙ্গা কবর থেকে দেশে তৈরি ৫টি নতুন একনলা বন্দুক ও ১টি পাইপগান উদ্ধার করে।

লক্ষীপুর ও নোয়াখালী জেলার সীমান্ত সংলগ্ন ঘটনাস্থলটি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার অন্তর্ভুক্ত হওয়ায় উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ সংক্রান্ত পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি