চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে, জনজীবন বিপর্যস্ত
প্রকাশিত : ০৮:৪৫, ৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৯:১২, ৭ জানুয়ারি ২০২৬
চুয়াডাঙ্গায় শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। গতকালের চেয়ে তাপমাত্রা আরও কমেছে এ জেলায়। প্রচণ্ড ঠাণ্ডায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শীতার্ত মানুষ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ বুধবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ৯৭ ভাগ। গতকাল এ জেলায় তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
প্রচণ্ড ঠাণ্ডায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শীতার্ত মানুষ। সকালে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। সন্ধ্যার পর ফাঁকা হয়ে যায় গোটা এলাকা। প্রতিদিন হাসপাতালে বাড়ছে নতুন নতুন রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যা বেশি।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তরের হিম শীতল ঠাণ্ডা বাতাস আর কুয়াশার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে জনজীবনে। তীব্র শীতে খেটে খাওয়া ও ছিন্নমল মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শীতের কারণে সড়কে মানুষের উপস্থিতি কমে গেছে।
দ্রুত তাপমাত্রা কমার কারণে দুর্ভোগ বেড়ে গেছে। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ বিপাকে পড়েছেন। কাজ না পেয়ে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। কর্মহীন মানুষের খাদ্যাভাব মেটাতে আর্থিক সহায়তার জন্য কেউ এগিয়ে আসেনি।
জেলা ও উপজেলা এবং পুলিশ নারী কল্যাণ সমিতি থেকে যৎসামান্য কম্বল বিতরণ করা হয়েছে, যা অপ্রতুল। শীতে জনদুর্ভোগ দিন দিন খারাপ পর্যায়ে গেলে এটা নিরসনের জন্য কোন কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেই।
এএইচ
আরও পড়ুন










