ঢাকা, সোমবার   ১২ জানুয়ারি ২০২৬

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪০, ১১ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

মিয়ানমারের রাখাইন সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলছে। সংঘর্ষে ছোড়া গুলি এসে কক্সবাজারের টেকনাফ সীমান্তে এক শিশু নিহত হয়েছে। এতে সীমান্তবর্তী এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। 

রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র।

নিহত শিশু আফনান (৭) একই এলাকার জসিম উদ্দিনের মেয়ে।

স্থানীয়দের বরাতে খোকন চন্দ্র রুদ্র বলেন, রোববার সকালে টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকা সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্টির মধ্যে তীব্র সংঘাতের ঘটনা ঘটে। এতে দুইপক্ষের মধ্যে অন্তত ঘন্টাব্যাপী গোলাগুলির হয়। 

এক পর্যায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠির সদস্যরা সীমান্তের শূণ্যরেখার দিকে পিছু হটে অবস্থা নেয়। সকাল ৯টার দিকে আবারও উভয়পক্ষের মধ্যে তীব্র সংঘাতের ঘটনা ঘটে। এসময় মিয়ানমার দিক থেকে ছোঁড়া গুলি সীমান্তের বাংলাদেশি এক বসত ঘরে আঘাত হানে। এতে বাংলাদেশি এক শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়। 

পুলিশের এ উপপরিদর্শক বলেন, ঘটনার খবর শুনে পুলিশ, র‌্যা, বিজিবি ও এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে আইন শৃংখলা বাহিনীকে ঘটনাস্থলে যেতে বাধা দেয়ায় সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না।

নিহত শিশুর লাশ এখনো বাড়িতে রয়েছে বলে জানান এসআই খোকন চন্দ্র রুদ্র।

নিহতের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা তেচ্ছিব্রিজ অংশে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, তারা সড়কে অবস্থানে করছেন। 

স্থানীয়রা জানান, এপারের বাড়ি-ঘর কেঁপে ওঠে এবং ছোড়া গুলি চিংড়ি ঘের ও চাষের জমিতেও পড়ে। নারী ও শিশুরা ভয়ে কাঁদছে, রাতেও ও দিনের বেলায় বাসিন্দারা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি