ঢাকা, মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬

নোয়াখালীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ইন্স্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৮, ১৩ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামে এক ইন্স্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভগ্নিপতি পলাশ চন্দ্র শীলও গুরুতর আহত হন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের গলাকাটা পোল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত বিপ্লব চন্দ্র শীল কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা এবং ফেনীর মেটলাইফ এজেন্সির বসুরহাট বাজার ইউনিটের ম্যানেজার ছিলেন।

জানা যায়, নিহত বিপ্লব পারিবারিক কাজে কবিরহাট যান। পরবর্তীতে সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে ভগ্নিপতি পলাশ চন্দ্র শীলকে নিয়ে কোম্পানীগঞ্জের বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে কবিরহাট-বসুরহাট সড়কের গলাকাটা পোল এলাকায় পৌঁছালে কবিরহাটগামী একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে মাথায় আঘাত পান। 

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ সময় নিহতের ভগ্নিপতি পলাশও গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। 

ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি পালিয়ে যায়।  

কবিরহাট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর থেকে জানানো হয়। এর বেশি কিছু আমাদের জানা নেই।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি