আদালতের সামনে ট্রাকচাপায় নিহত বিচারপ্রার্থী, পালালো চালক
প্রকাশিত : ১৫:৩৩, ১৪ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনে ঢাকা–নারায়ণগঞ্জ সংযোগ সড়কে পণ্যবাহী ট্রাকের চাপায় এক বিচারপ্রার্থী নিহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম।
নিহতের নাম মাদুলী ইসলাম ভূঁইয়া (৭০)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে তিনি রূপগঞ্জ থেকে একটি এনআই অ্যাক্ট (চেক সংক্রান্ত) মামলার শুনানিতে অংশ নিতে আদালতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী এক নারী জানান, জেলা আদালতের সামনে ঢাকা–নারায়ণগঞ্জ সংযোগ সড়কটি হেঁটে পার হওয়ার সময় চাষাঢ়ামুখী একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়।
পুলিশ জানায়, ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ওই বিচারপ্রার্থীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে এবং চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এএইচ
আরও পড়ুন










