বিএনসিসি ক্যাডেটরা সশস্ত্র বাহিনীতে এলে জাতি উপকৃত হবে: সেনাপ্রধান
প্রকাশিত : ১৬:২০, ১৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:২৫, ১৪ জানুয়ারি ২০২৬
বিএনসিসি'র ক্যাডেটরা সশস্ত্র বাহিনীতে যোগদান করলে দেশ ও জাতি উপকৃত হবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার দুপুরে সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সেনাপ্রধান।
বিএনসিসির ক্যাডেটদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, তোমরা যোগদান সশস্ত্র বাহিনী ও দেশের নিরাপত্তাকে সমৃদ্ধি করবে। সেটাই দেশ ও জাতি আশা করে বলেও জানান তিনি।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর প্রধান লক্ষ্য দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং জাতীয় সংকটে জনগণের পাশে দাঁড়ানো। বিএনসিসির সদস্যরাও সেই চেতনায় ছিল এবং আছে।
পরে তিনি বিএনসিসি সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবম পদাতিক ডিভিশনের জিওসি, বিএনসিসির মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঊধর্বতন সামরিক কর্মকর্তারা।
এএইচ
আরও পড়ুন










