ঢাকা, শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬

ঠাকুরগাঁওয়ে ওয়াটারক্রেডিট জাতীয় প্রভাব প্রচার বিষয়ে কর্মশালা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৬, ১৫ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনে টেকসই অর্থায়নের ইতিবাচক প্রভাব অর্জন এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে ওয়াটার ক্রেডিট জাতীয় প্রভাব প্রচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানিুয়ারি) ঠাকুরগাঁও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রধান কার্যালয়ের জয়নাল আবেদিন অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।

ইএসডিও’র উদ্যোগে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটার ডট অর্গ (Water.org)-এর সহায়তায় পরিচালিত ওয়াটার ক্রেডিট প্রকল্পের জাতীয় পর্যায়ের প্রভাব ও সাফল্য তুলে ধরাই ছিল এ কর্মশালার মূল উদ্দেশ্য।

ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহবুবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মোহাম্মদ ফিরোজ জামান। এ ছাড়া আমন্ত্রিত অতিথি, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রকল্পের সুবিধাভোগীরা বক্তব্য রাখেন।

কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন টেকসই উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। ওয়াটার ক্রেডিট প্রকল্পের মাধ্যমে লক্ষ্যভুক্ত গ্রামীণ ও শহর এলাকায় নিরাপদ পানির সুবিধা সম্প্রসারিত হয়েছে এবং স্বাস্থ্যসম্মত ও জলবায়ু সহনশীল ল্যাট্রিন স্থাপন সম্ভব হয়েছে। ফলে স্বাস্থ্যবিধি বিষয়ে মানুষের সচেতনতা বেড়েছে এবং পানিবাহিত রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমেছে।

বক্তারা আরও বলেন, প্রকল্পটি নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এর ফলে তাদের নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষা ও উৎপাদনমুখী কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বেড়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া তিন বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ৩১ হাজার ৬৭৭ জন মানুষ উপকৃত হয়েছেন, যাদের মধ্যে ৯৭ শতাংশ নারী।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি