ঢাকা, সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬

কোকোকে নিয়ে কটুক্তি, খুলনায় আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৫, ১৯ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে কটুক্তি করায় ইসলামী বক্তা মুফতী আমির হামজার বিরুদ্ধে খুলনায় মানহানি মামলা হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি। 

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

এজাহারে বাদী উল্লেখ করেন, ফেসবুক আইডি’র মাধ্যমে আমির হামজার ওয়াজ মাহফিলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটুক্তি করতে দেখা যায়। এতে আরাফাত রহমান কোকোর পরিবার, বিএনপি নেতাকর্মীসহ সংশ্লিষ্টদের মানহানি ও ক্ষতি হয়েছে।

আইনজীবী বাবুল হাওলাদার বলেন, এ বিষয়ে শুনানি শেষে বিচারক মামলার বিষয় সিদ্ধান্ত জানাবেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি