অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে নূরুল হক নূরের সংবাদ সম্মেলন
প্রকাশিত : ১৬:৫৫, ২৭ জানুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পটুয়াখালী-৩ আসনের বিএনপি–সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান।
এ সময় ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেন, সম্প্রতি জনসংযোগ কার্যক্রমে অংশ নিতে গিয়ে তাঁর নেতা-কর্মীরা ট্রলার থেকে নামার সময় হামলা ও ভাঙচুরের শিকার হন।
তিনি অভিযোগ করেন, ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পটুয়াখালীর পুলিশ সুপারকে জানানো হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে। নূরুল হক নূরের দাবি, ওই ঘটনায় প্রতিপক্ষ নিজেরাই ভাঙচুর করে তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। যাচাই-বাছাই ছাড়াই কিছু সংবাদকর্মী ও অনলাইন অ্যাকটিভিস্ট সেই ভিডিও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচনী পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে নূরুল হক নূর বলেন, নির্বাচনের আগেই যদি এ ধরনের ঘটনা ঘটে এবং প্রশাসন কার্যকর ভূমিকা না নেয়, তাহলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তিনি আরও দাবি করেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশি ও বিদেশি অপশক্তি তাঁর আসনে স্বতন্ত্র প্রার্থীকে ব্যবহার করছে।
সংবাদ সম্মেলনে সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান সজিবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এমআর//
আরও পড়ুন










