ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১২:১৯, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুরে ভোগড়া বাইপাস সড়কে বাস ও লেগুনার সংঘর্ষে দু্ই জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায় নি। আহতদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুল হাই জানান, সকালে ভোগড়া বাইপাস মোড় থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা কোনাবাড়ি যাওয়ার পথে একটি রিকশাকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আজমেরি গ্লোরী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় বাস ও লেগুনার ১০ যাত্রী আহত হন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যায়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

একে// এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি