ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভবিষ্যত নিয়ে উদ্বেগ (ভিডিও )

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৬:১৯, ৯ এপ্রিল ২০১৮

জলাবদ্ধতা নিয়ে জটিলতা কাটাতে পারছে না চট্টগ্রাম। ৫শ কোটি টাকা ছাড়, এমনকি অনুমোদনের ৮ মাস পরও শুরু হয়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মেগা প্রকল্পের কাজ।

প্রকল্পের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রামের মেয়র। দেশী-বিদেশী বিনিয়োগ ব্যহত হওয়ার আশংকা করছেন নগর পরিকল্পনাবিদরা।
উন্নয়নের পার্শ্বপ্রতিক্রিয়ায় ভরাট হয়ে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার খালগুলো, এর প্রভাবে জলাবদ্ধতায় আটকে যাচ্ছে বাণিজ্যিক রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা। 

জলাবদ্ধতা নিরসনে ৫ হাজার ৬শ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক সভা একনেক। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএকে দেয়া হয় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব। তবে ৮ মাসেও কাজ শুরু করতে পারেনি সিডিএ। আগামী বর্ষায় আবারও জলাবদ্ধতার আশঙ্কা করছে চট্টগ্রামবাসী।

অবশ্য শিগগিরই কাজ শুরুর কথা বললেন সিডিএ চেয়ারম্যান। তবে সিডিএর আশ্বাসে সন্তুষ্ট নন চট্টগ্রামে মেয়র। জলাবদ্ধতা নিরসনে সিডিএ’র নেয়া মেগা প্রকল্পের আওতায়  চলতি অর্থবছরে ৫০০ কোটি টাকা ছাড় করার পরও কেন কাজ শুরু করতে পারেনি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জলাবদ্ধতার হাত থেকে চট্টগ্রামে রক্ষা করা না গেলে দেশী-বিদেশী বিনিয়োগ ব্যহত হবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা।
তবে ক্ষোভ-বিক্ষোভ যাই থাকুক, নগরবাসী চান জলাবদ্ধাতা নিরসনে সরকারের নেয়া মেগা প্রকল্পের দ্রুত বাস্তবায়ন। এজন্য সমন্বয় বাড়ানোর কথা বলছেন তারা।


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি