ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ঢাকা-সিলেট বাস চলাচল বন্ধ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ৪ মে ২০১৮ | আপডেট: ১৬:৫৯, ৪ মে ২০১৮

শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে অবৈধভাবে চাঁদা নেওয়ার অভিযোগ তুলে সিলেট থেকে ঢাকার পথে বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি।   

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, শুক্রবার সকাল থেকে এ রুটে একটি পরিবহন বাদে সব কোম্পানির বাস চলাচল বন্ধ রয়েছে।   

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, ‘শ্রমিকদের জন্য মৃত্যু ফান্ড নামে সংগঠনের একটি তহবিল রয়েছে, যার অর্থ সড়ক দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের পরিবারের সহায়তায় ব্যয় করা হয়।’

“ওই তহবিলের জন্য সিলেটগামী প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তোলা হত। সম্প্রতি চাঁদার পরিমাণ বাড়িয়ে ৫০ টাকা করায় ঢাকা পরিবহন মালিক সমিতি সিলেট রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে।”

তবে সেলিম আহমদ জানান, এনা পরিবহনের বাস সিলেট থেকে ঢাকায় চলাচল করছে। অন্য পরিবহনগুলো বন্ধ রয়েছে।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, সিলেট থেকে ঢাকার পথে বাস চলাচল বন্ধ থাকলেও টার্মিনালে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি।

সা‌য়েদাবাদ আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “অবৈধভাবে চাঁদা নেওয়ার প্রতিবাদে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি। এটার সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। তবে আশা করছি আজকের মধ্যেই একটা সমাধান হবে।”

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি