ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

গাজীপুর সিটি নির্বাচন

সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আ’লীগ প্রার্থীর [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৬, ৪ মে ২০১৮

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গাজীপুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম।

তবে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার বলছেন,  নির্বাচনে অনিয়ম হলে সরকারকে এর খেসারত দিতে হবে।

এদিকে বাসযোগ্য ও মানবিক সিটি গড়াসহ ৯ দফা ইশতেহার ঘোষণা করেছেন সিপিবি ও বাসদ মনোনীত মেয়র প্রার্থী কাজী মো. রুহুল আমিন।

নির্বাচন সামনে রেখে গাজীপুর এখন উৎসবের নগরী। সকাল থেকেই কর্মী সমর্থক আর প্রার্থীদের পদচারণায় মুখর সিটি করপোরেশন এলাকা।

টঙ্গীর ৫০ নং ওয়ার্ড থেকে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম প্রচারণা শুরু করেন। নির্বাচিত হলে গাজীপুরকে পরিকল্পিত নগরী এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

এসময় তিনি প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বিরুদ্ধে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ করেন।

অন্যদিকে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার মহানগরের পোড়াবাড়ি এলাকায় পথসভার মাধ্যমে শুরু করেন দিনের প্রচারণা। পরে, স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে অংশ নেন তিনি।

ভোট কেন্দ্রের প্রতি দিকে দৃষ্টি রাখতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। বলেন, এই নির্বাচনে কোন রকম অনিয়ম হলে জনগন তা মেনে নেবে না।

এদিকে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে গাজীপুরকে বাসযোগ্য, মানবিক সিটি গড়তে জেলা কমিটি কার্যালয়ে ব্রিফিং করে ৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন সিপিবি ও বাসদ মনোনীত মেয়র প্রার্থী কাজী মো. রুহুল আমিন।

ভিডিও: 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি