ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে পাওনা টাকা চাইতে গিয়ে কমেলা বেগম নামে এক গৃহবধুকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। নিহত কমেলা বেগম পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লাহ তাহের হোসেন স্ত্রী। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো করেছে।

শাহজাদপুর থানার ওসি তদন্ত আশলাম হোসেন জানান, পাওনা ৩০ হাজার টাকা নিয়ে কমেলা খাতুনের সঙ্গে একই মহল্লার বাতের মোল্লার ছেলে আব্দুর রহম মোল্লার বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার রাতে রহমের বাড়িতে ওই টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুর রউম মোল্লা কমেলা বেগমকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। স্থানীয়রা ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। রাতে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যপারে থানায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি