ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ফেনীতে প্রাইভেটকার চাপায় মা-মেয়ে নিহত   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪০, ৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে প্রাইভেটকার চাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফাজিলপুর আলীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের ওই এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ-১৫-৬৭৬৬)) দুই নারী পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রাহেলা বেগম (৫০) নিহত ও তার মেয়ে মমতাজ বেগম (২৫) গুরুতর আহত হয়।   

স্থানীয়রা আহত মমতাজকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশনা দেয়। পরে চট্টগ্রাম যাওয়ার পথে তারও মৃত্যু হয়। নিহত রাহেলা বেগম ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের নুর নবীর স্ত্রী ও মমতাজ বেগম তার মেয়ে। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক প্রাইভেটকারটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়।

মুহুরীগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মাহবুবুল আলম মহাসড়কে প্রাইভেটকার চাপায় প্রথমে রাহেলা বেগম ও পরে হাসপাতালে নেওয়ার পথে মমতাজ বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কেআই/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি