ঢাকা, শুক্রবার   ১৫ আগস্ট ২০২৫

আশুলিয়ায় ২ লাশ উদ্ধার, আটক ১

প্রকাশিত : ১৪:৪১, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

আশুলিয়ায় পৃথক স্থান থেকে গুলিবিদ্ধসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে আশুলিয়ার কাঠগড়া মন্ডলপাড়া এলাকার বাঁশ ঝাড় থেকে রাজিয়া খাতুন নামের এক নারীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয়। এর আগে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে রাসেল খান নামে গুলিবিদ্ধ এক পোশাক শ্রমিককে স্থানীয়রা সাভার এনাম মেডিকেলে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ওই শ্রমিকের মৃত্যু হয়।

নিহত রাজিয়া বেগম বগুড়া ধুনটে তার গ্রামের বাড়ি ও বর্তমানে আশুলিয়া কাঠগড়া এলাকায় বসবাস করতো। আগে পোশাক কারখানায় কাজ করলেও বর্তমানে বেকার ছিলেন।

অন্যদিকে নিহত রাসেল খান মাদারীপুর জেলার শিবচর থানার কুতুবপুর গ্রামের ফজলু খানের ছেলে ও বর্তমানে আশুলিয়ার এনভয় গ্রুপের মানতা এ্যাপারেলস নামের পোশাক কারখানায় জুনিয়র অপারেটর পদে কর্মরত ছিলেন। শিমুলতলা এলাকার দেলোয়ার হোসেনের বাড়ির দোতলার একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন।

বাড়ির মালিক দেলোয়ার হোসেন জানান, শুক্রবার দিনগত রাত ১২ টার দিকে হঠাৎ গুলির শব্দে ঘুম ভেঙ্গে যায়। প্রথমে ভেবেছি ডাকাত পড়েছে। পরে ঘর থেকে বের হয়ে খবর পাই, কে বা কারা রাসেল খান নামের ভাড়টিয়াকে গুলি করেছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আশুলিয়া থানার এস আই মিরাজ হোসেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত নারীকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্বজন জিয়াউর রহমান নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

অন্যদিকে গুলিবিদ্ধের ঘটনায় আশুলিয়ায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, গেল রাতে জামগড়া গতিরোধ করে রাসেল খান নামে এক গার্মেন্টস শ্রমিককে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সাভার এনাম মেডিকেলে তার মৃত্যু হয়। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত বিস্তারিত কিছু পাওয়া যায়নি। কে বা কারা গুলি করেছে, কি কারণে গুলি করেছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা। দুইটি ঘটনায় আলাদা মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি