ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

ময়মনসিংহ সিটি নির্বাচনে ৫ মেয়র প্রার্থী (ভিডিও)

প্রকাশিত : ১২:১৪, ৯ এপ্রিল ২০১৯

ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৫৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোটে জয়ী হলে নগরীর উন্নয়নে কাজ করার প্রতিশ্র“তি দিচ্ছেন তারা। এদিকে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা।

আগামী ৫ মে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন।

মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু, জাতীয় পার্টি মনোনীত জাহাঙ্গীর আলমসহ ৫ জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন। প্রথমবারের মতো সিটি নির্বাচনে জয় লাভ করতে পারলে নগরীকে দ্রুত এগিয়ে নেয়ার প্রতিশ্র“তি প্রার্থীদের।

কর্মী সমর্থকদের সাথে নিয়ে মােনয়নপত্র জমা দিয়েছেন কাউন্সিলর প্রার্থীরাও। দিচ্ছেন এলাকার উন্নয়নের আশ্বাস।

এদিকে, নগরবাসীর জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি শেষের দিকে বলে জানালেন নির্বাচনী কর্মকর্তা।

১০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই। এরপর প্রতীক বরাদ্দ পেলে নেতাকর্মীদের নিয়ে মাঠে নামবেন প্রার্থীরা।

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি