ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

কলারোয়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ১৭:৩৭, ১০ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ায় প্রাপ্তি নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পৌর সদরের গদখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মামুনের স্ত্রী।

স্থানীয়রা সংবাদকর্মীদের জানান, ৬ মাস পূর্বে যশোরের মেয়ে প্রাপ্তি (১৮) এর সঙ্গে বিয়ে হয় মামুনের। মঙ্গলবার সন্ধ্যার দিকে পারিবারিক কলহের জের ধরে অভিমান করে রাত ৮টার দিকে সে নিজের ঘরের আড়ায় ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে।

বুধবার সকালে উভয় পরিবারের সমঝোতায় নিহতের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, এ বিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি