ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ইটিভির জন্মদিনে কাটা হলো বৃহৎ সন্দেশ

প্রকাশিত : ২২:৩০, ১৪ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

দেশের প্রথম টেরিষ্টেরিয়াল টিভি চ্যানেল একুশে টেলিভিশনের ২০ বছরে পদার্পণ ও নববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জে তৈরি করা হয়েছিল ৫০ কেজি ওজনের সন্দেশ। যা পৃথিবীর সর্ব বৃহৎ সন্দেহ।

রোববার দুপুরে এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয় চত্বরে সমাজের সুবিধাবঞ্চিতদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে এই সন্দেশ কাটা হয়। বৃহৎ এই সন্দেশের সঙ্গে ইতিহাসের সাক্ষী হতে ঢাকা,বগুড়া জেলার বিভিন্ন প্রান্তসহ বিদেশ হতেও উৎসাহী মানুষ এতে অংশ নেয়। প্রায় দেড় হাজার মানুষ এই সন্দেশে আপ্যায়িত হয়।

তিন হাত লম্বা, সোয়া দুই হাত প্রস্থ ও সাড়ে ৩ ইঞ্চি উচ্চতার সন্দেশটি দেখতে ১ দিন আগে থেকেই উৎসুক জনতা ভীড় করে। চ্যানেলটির সেবা সংগঠন একুশে ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয় চত্বরে দিন ব্যাপী অনুষ্ঠানের শুরুতে ৫০ কেজি ওজনের আকাঙ্খিত এই ছানার সন্দেশটি কাটা হয়। এর আগে সন্দেশটি ৮ জন ছাত্র মিলে অনুষ্ঠান স্থলে নিয়ে আসা মাত্র এক নজর দেখতে উপস্থিত সবাই হুমড়ি খেয়ে পড়ে। ছাত্র-ছাত্রী, শিক্ষক, তাঁত ও ভ্যান শ্রমিক, এতিম শিশু, প্রতিবন্ধী এবং সমাজের বিভিন্ন স্থরের সুবিধা বঞ্চিত দেড় সহস্রাধিক মানুষের অংশগ্রহণে এই মিষ্টান্নটি কাটা হয়। তখন উপস্থিত সকলের মুহুমুহু করতালীতে মুখোরিত হয়ে ওঠে এলাকা। সমকালের এই ইতিহাসের সাক্ষীকে ধারণ করতে সকলেই মোবাইল সেলফীতে উৎসাহী হয়ে ওঠে। এর আগে তা কাটবার জন্য সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের বাড়ি হতে আনা হয় জাপান হতে সংগ্রহীত সুবিশাল সামুরাই।

তখন ইটিভির প্রতিনিধি স্বপন মির্জার ব্যবস্থাপনায় একুশে ফোরামের উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিকেএমইএ-এর সাবেক পরিচালক শেখ আব্দুস ছালাম, সাবেক এমপি নুরুল ইসলাম তালুকদার, বাংলাদেশ এ্যাষ্ট্রেনমিক্যাল সোসাইটির সহ-সভাপতি এফ.আর সরকার, পৌর মেয়র আশানুর বিশ্বাস, বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন সাহা, সাংবাদিক নেতা ফেরদৌস হাসান, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, হাজী সুলতান মাহমুদ, ফোরামের সাধারন সম্পাদক ফজলুল হক ডনু, প্রমুখ উপস্থিত ছিলেন।

অতিথিরা তাদের শুভেচ্ছা বক্তব্যে বলেন, ছোটবেলা হতেই আমরা কয়েকটি সন্দেশ এক সাথে খেয়েছি। ৫০ কেজি ওজনের সন্দেশ হবে তা কখনো ভাবিনি। এ সন্দেশটি দেড় হাজার মানুষ খেয়েছে। অনেকেই উচ্চবিত্তদের জন্য বড় বড় কেকের আয়োজন করে। এ আয়োজনটি ব্যতিক্রম। সমাজের অসহায় মানুষের জন্য তা আয়োজন করা হয়েছে। তাই আমরা বৃহৎ এই সন্দেশ আয়োজনে উপস্থিত থাকতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরাও পৃথিবীর বৃহৎ সন্দেশের সাথে সাক্ষী হয়ে রইলাম।

অনুষ্ঠানে আসা প্রখ্যাত জ্যোতিবিজ্ঞানী এফ.আর সরকার, টেক্সজেন গ্রুপের এমডি শেখ আব্দুস ছালাম, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ জানান, এখানে উপস্থিত হয়ে সন্দেশটির আকৃতির প্রমাণ পেয়ে আসলেই বিষ্মিত হয়েছে। সন্দেশ যে অনেক বড় হয়, তারই প্রমান দিয়েছে স্বপন মির্জা তথা একুশে ফোরাম। এটা শুধু সিরাজগঞ্জের জন্য নয় সাড়া বাংলাদেশের জন্য গর্বের বিষয়। আমরা চাই এটা যেন গিনিস ওয়াল্ড রেকর্ড বুকে স্থান দেওয়া হয়।

এদিকে এই অনুষ্ঠান বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন এবং সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রচার হওয়ায় টাঙ্গাইল, বগুড়া, ঢাকা, সমগ্র জেলাসহ মালয়শিয়া হতেও উৎসাহীরা অংশগ্রহণ করে। এ ব্যাপারে মালয়শিয়া প্রবাসী শুকুর আলী জানান, একমাস পরে আমার দেশে আসার কথা ছিল। কিন্তু বড় সন্দেশের আয়োজনে শরীক হতে ২দিন আগেই উপস্থিত হয়েছি। আসলেই আমি মুগ্ধ।

বাঘাবাড়ি হতে আসা স্থানীয় কলেজের প্রভাষক সফিকুল ইসলাম স্বপন, সেলিম রেজা, চৌহালীর শিক্ষক ইদ্রিস আলী, শাহজাদপুরের জামিরতার রায়হান আলী ও আসাদুজ্জামান আসাদ জানান, বৈশাখী আয়োজনে ইটিভির জন্মদিনে আমরা আসলেই হতভাগ হয়েছি। যে সন্দেশ কয়েকটি খাওয়া একজনের জন্য কোন ব্যাপারই নয়। সেই সন্দেশ ৮/৯ জন কাধে করে নিয়ে আসলো। হতভাগ হওয়া ছাড়া আসলেই কোন উপায় ছিলনা।

আয়োজক একুশে ফোরামের সভাপতি আখতারুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক ফজলুল হক ডনু ও সমাজ-সেবক শওকত আলী জানান, ইটিভির প্রতিনিধি স্বপন মির্জা জানান, ৫০ কেজি ওজনের সন্দেশে তৈরিতে গাভীর ১০ মন খাটি দুধ দিয়ে তৈরি হয়েছে। এনায়েতপুর, শাহজাদপুর উপজেলার ঘোষদেশ সম্মিলিত বোর্ড এই বৃহৎ সন্দেশটি তৈরি করেছে। রণি মিষ্টান্ন ভান্ডারে আমাদের জন্য ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে বলে সারা দেশজুড়েই সন্দেশটি নিয়ে সবার মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি