ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সাভারে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ১৭:০৭, ১৫ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

 

রাজধানী ঢাকার নিকটবর্তী শিল্পাঞ্চল সাভারে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৮টার দিকে সাভার বাজার বাসষ্ট্যান্ডের চৌরাঙ্গী সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ মহসিন খাঁন (২৫) সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে সাভার বাজার বাসষ্ট্যান্ডে কাঁচামালের ব্যবসা করতো বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত চৌরাঙ্গী সুপার মার্কেটের সামনে মহসিনের রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহসীনকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মহসিনের মাথায়, পিঠে ও দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়টি এখনো নিশ্চিৎ হওয়া যায়নি। এঘটনায় থানায় মামলা দায়ের করে হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি