ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ০৯:১৫, ১৬ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের মধুপুরে আব্দুল জলিল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মধুপুর সার্কেলের সিনিয়র এএসপি কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর পৌর এলাকার আশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অলিপুর গ্রামের রাস্তায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল অলিপুর গ্রামের কুদ্দু মন্ডলের ছেলে বলে জানা গেছে। তিনি ধানসহ বিভিন্ন শস্যের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, সোমবার রাতে জলিল মধুপুর থেকে অনুমানিক ৫ লাখ টাকা নিয়ে অলিপুরে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। টাঙ্গাইল-মধুপুর সড়ক থেকে অলিপুরের বাড়ির দিকের রাস্তা ধরে একটু এগোতেই অজ্ঞাত দুর্বৃত্তরা তার পথরোধ করে দাঁড়ায়। এরপর তার সঙ্গে থাকা টাকা কেড়ে নিয়ে তাকে এলাপাতাড়ি কোপ দেয় ও গলায় আঘাত করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা জলিলকে আহত অবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুপুর সার্কেলের সিনিয়র এএসপি কামরান হোসেন রাত পৌনে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান। পুলিশ দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি