ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

নারী নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশিত : ২০:৪৪, ২৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলায় সাংবাদিক পরিচয়দানকারী মোফাজ্জেল হোসেন রাজু ওরফে রাজু রহমান (৪০)  নারী নির্যাতন মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার নাভারণ বাজার থেকে শার্শা থানার পুলিশ তাকে আটক করে। রাজু নিজেকে পত্রিকার সাংবাদিক পরিচয় দিতো।

গ্রেফতারকৃত রাজু উপজেলার নাভারণ যাদবপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে এবং নারী নির্যাতন মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

পুলিশ জানায়, রাজু তার স্ত্রীকে নির্যাতন করে এবং দুই সন্তানসহ বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে ২০১৮ সালে যশোর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলার শুনানি শেষে তিন মাসের সাজা প্রদান করে আদালত। পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

শার্শা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দিবাকর মালাকর জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি রাজুকে শনিবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি