ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে দিনব্যাপী সার্জিকেল সমাবেশ ও কর্মশালা

প্রকাশিত : ১৮:৫৩, ২৮ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে দিনব্যাপী সার্জিকেল সমাবেশ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। রোববার সোসাইটি অফ সার্জন অফ বাংলাদেশ এবং শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সার্জারি বিভাগ আয়োজিত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ও আয়োজক কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক ডা. আব্দুর রব্বান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অফ সার্জন অফ বাংলাদেশ এর সভাপতি প্রফেসর মো. জুলফিকার রহমান খান, সাধারণ সম্পাদক প্রফেসর এবিএম খুরশিদ আলম। সমাবেশ ও কর্মশালায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ সার্জনসহ মোট সাড়ে তিন’শ মেডিকেল সার্জন অংশগ্রহণ করেন।

পৌর কনভেনশন হলে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় গ্রুপভিত্তিক ভাগ হয়ে হাতে কলমে শিক্ষা দেন বিশেষজ্ঞ সার্জনগণ।

কেআই/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি