ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

সাভারে তিনদিন পর অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ২

প্রকাশিত : ১১:৫৬, ২৯ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৩:৩৯, ২৯ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার আশুলিয়ায় অপহৃত ব্যবসায়ী আবুল হোসেনকে তিনদিন পর অক্ষত অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে উদ্ধার করেছেন আশুলিয়া থানা পুলিশ।

রোববার রাতে অভিযান চালিয়ে মাসুম ও আমির হোসেন নামের দুই অপহরণকারীকে আটক করে পুলিশ।

অপহৃত ব্যবসায়ী আবুল হোসেন গাজীপুর জেলার কাশিমপুর থানার তেতুইবাড়ি এলাকার বাসিন্দা। তিনি গার্মেন্টস ব্যবাসার সঙ্গে জড়িত রয়েছেন।

অপহৃত ব্যবসায়ীর স্ত্রী রুবিনা আক্তার জানান, গত শুক্রবার বিকালে আশুলিয়া বাজার এলাকা থেকে কয়েকজন অপহরণকারী আবুল হোসেনকে তুলে নিয়ে যায়। পরে মুঠোফোনে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু বলেন, অপহৃত গার্মেন্টস ব্যবসায়ীর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মুঠোফোনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশ অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। আটক ২ অপহরণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অপহরণ চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদেরও আইনের আওতায় আনা হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি